¡Sorpréndeme!

Ghantakhanek Sange Suman(০১.০৪.২০২৫) পর্ব ১ : বাংলা থেকে গুজরাত, একই দিনে বেআইনি বাজির বিস্ফোরণে মৃত্যুমিছিল | ABP Ananda LIVE

2025-04-02 3 Dailymotion

Ghanta Khanek Sange Suman: কোথাও ৮, কোথাও ১৮, বাংলা থেকে গুজরাত, একই দিনে বেআইনি বাজির বিস্ফোরণে মৃত্যুমিছিল।ঢোলাহাটে বীভৎস-বিস্ফোরণে মৃত্যু একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের। গুজরাতের বনসকণ্ঠায় বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু ১৮ জনের। "নিয়মিত মাসোহারা নিত পুলিশ," বললেন ঢোলাহাটের কারখানার মালিকের আত্মীয়ই। বারবার প্রতিশ্রুতিই সার, কোথায় গেল ক্লাস্টার? কোথায় গেল নজরদারি? মমতার 'গন্দা ধর্ম'-র পাল্টা হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার হুঙ্কার শুভেন্দুর। রামনবমী নিয়ে এবার ৬ তারিখ মিছিল করবে তৃণমূলও, পথে নামছেন সওকত থেকে সায়ন্তিকারা। ববির বাড়িতে ইদের অনুষ্ঠানে অভিষেক, তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ?